আধুনিকতার ভয়াল ছোবল।মেয়ের পরিকল্পনায় খুন হলো মা-বাবা!!!

লিখেছেন লিখেছেন এমএ হাসান ১৭ আগস্ট, ২০১৩, ০৫:৫৬:০২ বিকাল

পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের

(এসবি)পরিদর্শক মাহফুজুর রহমান ও তার

স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় তাদের

কিশোরী মেয়ে ঐশী রহমান পল্টন থানায়

আত্মসমর্পণ করেছে।

পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশের ধারণা,

মেয়ে ঐশীর(১৬) পরিকল্পনাতেই হত্যার শিকার

হন এই দম্পতি। বাবা-মা খুন হয়ে যাওয়ার পর

তাদের একমাত্র

মেয়ে আত্মগোপনে চলে গিয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ২ নম্বর

চামেলীবাগের চামেলী ম্যানশনের ৫ম তলার ৫/

বি নম্বর ফ্ল্যাটের ভাড়াবাসা থেকে পুলিশের

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর

মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের

লাশ উদ্ধার করা হয়।

স্বজনেরা জানান, মেয়ে ঐশীর

উচ্ছৃঙ্খলতাকে কোনোভাবেই

মেনে নিতে পারছিলেন না তার বাবা-মা। এ

কারণে রমজানের আগে থেকেই বাসার

দারোয়ানদের তারা আদেশ দিয়ে রেখেছিলেন,

তাদের

মেয়েকে একা যেতে দেখলে দারোয়ানরা যেন

যেতে না দেয়। কিন্তু সেই মেয়েই কাল

হলো দু’জনেরই।

এর আগে জোড়া খুনের ঘটনায় বাসার দুই

দারোয়ান শাহিনুর ও আব্দুল

মোতালেবকে আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় ঐশী জড়িত এ

ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েই

তদন্তে জড়িত পুলিশ কর্মকর্তা ও

স্বজনেরা বলছেন, বাবা-মা হত্যার পর

স্বাভাবিক আচরণ করে সবার

চোখে ধুলো দিয়ে উধাও হয়ে গিয়েছিল সে।

মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের দু’সন্তান।

মেয়ে ঐশী রহমান (১৬) ও ছেলে ওহি রহমান

(৭)। ঐশী রহমান ধানমণ্ডির অক্সফোর্ড

ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেলের

শিক্ষার্থী। আর ওহি রহমান রাজারবাগ পুলিশ

লাইন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পরিবারের লোকজনের

সঙ্গে কথা বলে জানা গেছে, ঐশী রহমান

সম্প্রতি উচ্ছৃঙ্খল ও মাদকাসক্ত

হয়ে পড়েছিল।

কাজ না থাকলেও সকালে বাড়ি থেকে বের

হয়ে কখনো রাত সাড়ে ১০টা, কখনো রাত

১১টা আবার কখনো গভীর রাতে বাসায় ফিরতো।

এ কারণে তাকে নিয়ে বাবা-মা দু’জনেই খুব

চিন্তিত হয়ে পড়েন। আর ঐশীর এমন চলাফেরায়

উদ্বিগ্ন বাবা-মা তার বিষয়ে আত্মীয়-স্বজনদের

সঙ্গেও আলোচনা করতেন।

কীভাবে তাকে নিয়ন্ত্রণে আনা যায়

সে ব্যাপারে পরামর্শ নিতেন।

স্বজনদের পরামর্শ নিয়েই রমজান মাসের শুরু

থেকে ঐশীর চলাফেরার ওপর নিয়ন্ত্রণ

আনা হয়। এমনকি সে যেন

একা একা বাড়ি থেকে বের হতে না পারে, সেজন্য

বাড়ির দারোয়ানদের বলে দেওয়া হয়েছিল।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File